বিতর্কের মুখে বিমানবন্দরে আটকের পর মাওলানা মিজানুর রহমান আজহারী অবশেষে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পেয়েছেন, তবে এর সাথে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সমকামিতা বা LGBTQ বিরোধী কোনো বক্তব্য বা মন্তব্য প্রকাশ না করার শর্তেই তাঁকে মালয়েশিয়ায় ঢোকার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ড. ইউনুসের পরামর্শে এবং মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজহারীকে মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল।
মালয়েশিয়ার সরকার LGBTQ সংক্রান্ত বিষয়গুলোতে অত্যন্ত স্পর্শকাতর অবস্থান গ্রহণ করে আসছে। আজহারীর পূর্বের বক্তব্যগুলো এ ধরনের সংবেদনশীল ইস্যুর সাথে সাংঘর্ষিক হওয়ায় তাঁর প্রবেশে বাধা সৃষ্টি করেছিল। তবে, নতুন শর্ত অনুযায়ী, আজহারী কোনো ধরনের বিতর্কিত বা সমকামিতাবিরোধী বক্তব্য থেকে বিরত থাকবেন বলে প্রতিশ্রুতি দিলে, তাঁকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়।
আজহারীর পক্ষে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, তিনি মালয়েশিয়ায় প্রবেশের পর নিজেকে ধর্মীয় প্রচার ও শিক্ষায় নিয়োজিত রাখবেন এবং কোনো রাজনৈতিক বা সামাজিক বিতর্কে জড়াবেন না।